বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৪:৩৪
বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইট ব্যবহার নিত্যদিনের সঙ্গী। ডিভাইস ও অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে ব্যবহার করা হয় পাসওয়ার্ড। প্রযুক্তিবিদরা বলে পাসওয়ার্ড কঠিন রাখাই ভালো তবে অনেকেই ভুলে যাওয়ার ভয়ে সহজ পথ বেঁছে নেন। আর এতেই বিপদের ঝুঁকি বাড়ে। কারণ সহজ পাসওয়ার্ড দিলে সেটা অনুমান করে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।


ইন্ডিয়ান এক্সপেসের এক প্রতিবেদনে জানা যায় সম্প্রতি পাসওয়ার্ড ম্যানেজার ‘নর্ডপাস’ বলছে, টানা দুই বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় পাসওয়ার্ড হলো ‘১২৩৪৫৬’। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রচলিত পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে। নর্ডপাস জানিয়েছে, পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে মানুষের সৃজনশীলতার অভাব রয়েছে। আবার অনেক সময় দেখা যায় তারা বিষয়টি নিয়ে গুরুত্ব কম দেন। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ছয়বার সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে। বেশির ভাগ সময় সহজ পাসওয়ার্ড যেমন ‘১২৩৪৫৬’ (123456), কিউডব্লিউইআরটিওয়াই (qwerty) বা এবিসি (ABC) শীর্ষে ছিল। অন্যদিকে, ২০২২ সালে পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড (password) শব্দটি সবচেয়ে জনপ্রিয় ছিল।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com