নতুন নকশায় জিমেইলের সামারি কার্ড
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৩:০৯
নতুন নকশায় জিমেইলের সামারি কার্ড
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন সামারি কার্ড যোগ করছে গুগল। নতুন নকশার সামারি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে তাঁদের ইনবক্সে থাকা অসংখ্য তথ্য সংক্ষেপে জানতে পারবেন।


বিভিন্ন ই–মেইল সম্পর্কে সংক্ষেপে ও সহজে জানতে জিমেইলে সামারি কার্ড সুবিধা দীর্ঘদিন ধরে চালু রয়েছে। এই সামারি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা অর্ডার, প্যাকেজ অনুসরণ বা ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সংক্ষেপে জানতে পারেন। এখন তথ্য দেখানোর প্রক্রিয়া আরও সহজ ও উন্নত করতে শ্রেণিভেদে জিমেইলের সামারি কার্ডের হালনাগাদের জন্য কাজ করছে গুগল। নতুন কার্ডে গুরুত্বপূর্ণ তথ্যের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। সবচেয়ে জরুরি তথ্য বড় অক্ষরে লিখে তুলে ধরা হবে।


নতুন নকশার সামারি কার্ডে কেনাকাটার ই–মেইলে যা কেনা হয়েছে তার একটি ছবিসহ প্যাকেজ ট্র্যাকিংয়ের বিস্তারিত তথ্য, প্রগ্রেস বার, সরাসরি তথ্য পেতে ট্র্যাক প্যাকেজ এবং বিক্রেতার ওয়েবসাইট দেখার জন্য ভিউ অর্ডার অপশন দেখা যাবে। যেকোনো অনুষ্ঠানের ই–মেইলের সামারি কার্ডে ইভেন্টের নাম, তারিখ, স্থান ও গুগল ক্যালেন্ডারের একটি লিংক দেখা যাবে। এমনকি আসন, অন্যকে আমন্ত্রণ জানানোর বাটনের পাশাপাশি টিকিট ও ইভেন্টে যাওয়ার গতিপথ দেখা যাবে।


ক্রেডিট কার্ডসহ বিভিন্ন বিলের ই–মেইলে নতুন সামারি কার্ডের নকশায় বিলের পরিমাণ, বিল পরিশোধের ন্যূনতম অর্থের পরিমাণ, যে পরিমাণ অর্থ এখন ব্যবহার করা যাবে তা প্রদর্শিত হবে। এ ছাড়া গুগল টাস্কে বিল পরিশোধের সময় রিমাইন্ডার হিসেবে রাখার বাটনও থাকবে। ভ্রমণসংক্রান্ত ই–মেইলের সামারি কার্ডে একটি গ্রাফিকস দেখা যাবে। যেখানে ফ্লাইটের সময়, বিমানবন্দর, কনফার্মেশন নম্বর দেখা যাবে। এ ছাড়া বুকিং ও চেক ইনের জন্য একটি বাটন থাকবে। হোটেল বুকিং ট্যাবে চেক ইন ও চেক আউটের সময় থাকবে।


এ ছাড়া জিমেইল ইনবক্সে হ্যাপেনিং সুন নামে নতুন একটি বিভাগ দেখা যাবে। যেখান থেকে আসন্ন যেকোনো অনুষ্ঠান বা কার্যক্রমের তথ্য দেখা যাবে। এখন শুধু কেনাকাটার তথ্যের নতুন নকশার সামারি কার্ড অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে উন্মুক্ত করা হচ্ছে। পরবর্তী মাসে হ্যাপেনিং সুন বিভাগসহ ইভেন্ট, কার্ড বিল ও ভ্রমণসংক্রান্ত ই–মেইলের তথ্য নতুন সামারি কার্ডে দেখা যাবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com