সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। নিত্যদিনের ভার্চুয়াল যোগাযোগের জন্য কয়েকশ কোটি মানুষ এই মাধ্যমটিতে লগইন করেন। একসময় ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে প্রোফাইল লক করার সুবিধা নিয়ে আসে প্রতিষ্ঠানটি। শুরুতে শুধু নারীদের জন্য এই সুবিধা আনা হয়। তবে পরে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তা সবার জন্য উন্মুক্ত করে ফেসবুক। নিরাপত্তার স্বার্থেই কাজটি করেন তারা।
আপনার বহু দিনের পুরোনো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ নেই অনেক দিন। এখন সেই বন্ধুটি আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে পেয়েছেন। কিন্তু সেই প্রোফাইল লক করে রাখার ফলে তিনি নিশ্চিতও হতে পারছেন না যে, সেই প্রোফাইলটি আপনারই কি না। এ ক্ষেত্রে আপনার বন্ধুর জন্য আপনারই লক করে রাখা প্রোফাইলের ছবি দেখানোর উপায় জানুন।
লক করে রাখা ফেসবুক প্রোফাইলের ছবি দেখার পদ্ধতি
ফেসবুকে লক করে রাখা কোনও প্রোফাইলের ইউআরএল টাইপ করার কয়েকটি কমন ফরম্যাট রয়েছে। একটু বুদ্ধি করে সেই ইউআরএল-এর কিছুটা অংশ টাইপ করলেই আপনি এনলার্জড ফরম্যাটে দেখে নিতে পারবেন, সেই ফেসবুক প্রোফাইলের ছবি। তবে তার আগে আপনার একবার জেনে নেওয়া উচিত যে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঠিক যে ধরনের ইউআরএল স্ট্রাকচার ব্যবহার করে।
প্রাথমিক ভাবে দুই ধরনের ইউআরএল থাকে। একটি ছোট ১৬০ x ১৬০ ছবির মাপের, যা সচরাচর টাইমলাইনে ভিসিবল হয়। আর একটি হল সেই একই ছবির পাবলিক ইউআরএল ভার্সন, যা বেশ বড় আকারে ভিউয়ারের সামনে উপস্থিত হয়। এই ছবির সাইজ সাধারণত অনেকটা বড় হয়। প্রথম টাইপের ইউআরএলে থাকে লেটার এবং দ্বিতীয় পার্টে নম্বর। লেটার বোঝাবে ছবির সাইজ এবং পাবলিক ইউআরএল বোঝাবে থাম্বনেল বা ফুল সাইজ ছবি। এই ধরনের ইউআরএল-এর নম্বরে থাকে ইউনিক আইডি।
১. আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. যে ইউজারের প্রোফাইল আইডি দেখতে চাইছেন, তার প্রোফাইলে যান।
৩. সেই পেজের যেকোনও একটি জায়গায় রাইট ক্লিক করুন।
৪. এবার ভিউ পেজ সোর্স অপশনে ক্লিক করুন।
৫. কন্ট্রোল + এফ প্রেস করে সেই পেজের এন্টিটি_আইডি দেখে নিন।
৬. এবার খেয়াল করবেন, সেই এন্টিটি_আইডির ঠিক পাশেই রয়েছে সেই প্রোফাইলের আইডি।
এবার যেভাবে লক করে রাখা ফেসবুক প্রোফাইলের ছবি দেখবেন?
১. আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন।
২. এবার যে ব্যক্তির ফেসবুক প্রোফাইল (লক করে রাখা) পিকচার দেখতে চাইছেন, তার প্রোফাইলে চলে যান।
৩. প্রোফাইল আইডি বা ইউজারনেম কপি করে নিন।
৪. নোটপ্যাড বা ওয়ার্ড ডকুমেন্ট খুলে রাখুন। তারপরে এই ইউআরএল সেখানে পেস্ট করে দিন। এই ইউআরএল-এর একটি অংশে রয়েছে ইউজারনেম। সেখানে দিয়ে দিন আপনার কপি করে রাখা প্রোফাইল আইডি বা ইউজারনেম।
৫. এবার ওই আপডেটেড ইউআরএল কপি করে পেস্ট করুন আপনার পছন্দসই যেকোনও একটা ব্রাউজারে।
এভাবেই আপনি লক করা ফেসবুক প্রোফাইলের ছবি দেখতে পারবেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]