শিরোনাম
আইসিটি রফতানিতে আর্থিক সহায়তা দেয়া হবে
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৬:২৬
আইসিটি রফতানিতে আর্থিক সহায়তা দেয়া হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইসিটি রফতানিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।


তিনি বলেন, সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পকিল্পনায় দেশের রফতানি বাজার সম্প্রসারণ এবং রফতানি পণ্য সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে। সে অনুযায়ী কাজ করে যাচ্ছে সরকার। নতুন করে যেসব পণ্য রফতানিতে উৎসাহ প্রদান করা হচ্ছে, তার মধ্যে আইসিটি অন্যতম। রফতানির জন্য অগ্রাধিকার খাত হিসেবে আইসিটিকে চিহ্নিত করা হয়েছে।


শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় সরকারের আইসিটি ডিভিশন আয়োজিত তিন দিনব্যাপী “ডিজিটাল ওয়াল্ড-২০১৬” এর শেষদিনে “দি রোড টু ফাইভ বিলিয়ন আইসিটি এক্সপোর্ট বাই ২০২১”শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আইসিটি রফতানি ৫ বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি করা সম্ভব। তখন এ খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। আইসিটি রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার সবধরনের সহযোগিতা প্রদান করবে। সেদিন বেশি দূরে নয়, যেদিন আইসিটি খাতের রফতানি তৈরী পোশাক খাতকে ছাঁড়িয়ে যাবে। দেশের নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ।
তিনি আরো বলেন, আইসিটি খাত বাংলাদেশের রফতানির জন্য একটি উজ্জ্বল সম্ভাবনাময় খাত। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা এগিয়ে এসেছে এ সেক্টরে কাজ করার জন্য। দেশের চাহিদা মিটিয়ে এখন বাংলাদেশ আইসিটি রফতানি শুরু করেছে। অনেক উন্নত দেশে প্রচুর চাহিদাও রয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে।


বাণিজ্যমন্ত্রী এসময় আরো বলেন, দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে রফতানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আসবে তৈরী পোশাক খাত থেকে। আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আসলে এ সেক্টর অনেক শক্তিশালী হবে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে সম্ভাবনাময় দেশ। চলমান উন্নয়নে বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। সফলভাবে এমডিজি অর্জন করেছে, এখন এসডিজি অর্জনের পথে বাংলাদেশ। দেশের শিক্ষিত জনশক্তির একটি বড় অংশ আইসিটি খাতে কাজ করছে, সংগত কারণেই এ খাত খুবই সম্ভাবনাময়। গত বছর বাংলাদেশ আইসিটি রফতানি করে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। রফতানি প্রবৃদ্ধি প্রায় ৩৪ শতাংশ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বারের সঞ্চালনায় সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রোকনুজ্জামান।


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গেস্ট অব অনার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং বিভিন্ন উদোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com