শিরোনাম
ডিজিটাল ওয়ার্ল্ডের পর্দা নামছে আজ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৪:২৭
ডিজিটাল ওয়ার্ল্ডের পর্দা নামছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বুধবার থেকে শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে বড় মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬। এবারের আসরের স্লোগান হচ্ছে-‘ননস্টপ বাংলাদেশ। চতুর্থবারের মতো আয়োজিত এ ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনের পর্দা নামছে আজ শুক্রবার।


বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। এরপর থেকেই সাধারণ মানুষ, প্রযুক্তিপ্রেমী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিতরে প্রবেশ করেন।


ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। সহ–আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস।


এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে সরকারের ৪০টি মন্ত্রণালয় ও দফতরের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। নতুন উদ্যোগ বা স্টার্টআপের জন্য ৩৮টি স্টলও ছিল। সব মিলিয়ে ২৬৩টি স্টল রয়েছে এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে।


পুরো মেলা আয়োজন করা হয়েছে সাতটি ভাগে। দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত নানা উদ্ভাবন নিয়ে মেলায় প্রদর্শনী চলছে। ই-গভর্নেন্স জোনে চলছে বাংলাদেশ সরকারের নানা মন্ত্রণালয়ের ডিজিটাল কর্মকাণ্ডের প্রদর্শনী। দেশকে ডিজিটাল করে তুলতে সরকারের বিভিন্ন বিভাগের সাফল্য ও নেয়া উদ্যোগগুলো তুলে ধরে সাজানো হয়েছে স্টল। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ডিজিটাল শিক্ষাব্যবস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘হ্যালো সিটি’ অ্যাপ দর্শনার্থীদের নজর কাড়ে। এ ছাড়া সরকারের সেবাগুলো অনলাইনে কীভাবে পাওয়া যাবে, তা দেখানো হচ্ছে আইসিটি বিভাগের স্টলে।


ই-কমার্স জোনে অনলাইনে বিকিকিনি ও বিভিন্ন ওয়েবসাইটের প্রদর্শনী চলছে। অনলাইন ব্যাংকিং, অনলাইন শপিংসহ অনলাইনে কাজ করার বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দেয়া হয় দর্শনার্থীদের। রয়েছে ইস্টার্ন ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংকসহ অনেক ব্যাংকের অনলাইন কর্মকাণ্ডের প্রদর্শনীও।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com