শিরোনাম
মেঘের ওজন কত?
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১০:৫৫
মেঘের ওজন কত?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেঘ তো রোজ মাথার উপর ভাসে। দিব্যি দেখেন। বৃষ্টির অপেক্ষাও করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, মেঘের ওজন কেমন? মেঘ থাকে তো আপনার মাথার উপরে। কিন্তু সে কি আদৌ হালকা নাকি তারও বেশ ওজন রয়েছে। আসলে মেঘ দেখতে যতটা ছিপছিপে লাগে, বিষয়টা কিন্তু মোটেই তেমন নয়। বরং, ধোঁকা। আবার এটাও তো ঠিক, যে মেঘের মধ্যে আসলে জমে রয়েছে পানি।


আর পানির তো ওজন অনেক। তাহলে অত ভারী জিনিসটা আকাশে ভেসে থাকে কীভাবে! আসলে প্রতি কিউবিক মিটার মেঘে ০.৫ থেকে ১ গ্রাম পানি থাকে। অর্থাৎ যদি কোনো মেঘ লম্বায় ১ কিমি, চওড়ায় ১ কিমি আর পুরু ১ কিমি হয়, তাহলে তাতে পানি থাকবে ৫০০ মিলিয়ন গ্রাম। অর্থাৎ ৫৫১ টন পানি! বুঝতে কষ্ট হচ্ছে, ৫৫১ টন পানি মানে ঠিক কতটা ওজন?


তাহলে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ৫৫১ টন ওজন মানে প্রায় ১০০টা হাতির সমান ওজন। তার বেশিও হতে পারে, কিন্তু কম হবে না। এবার আপনার প্রশ্ন হতে পারে, যদি ১০০টা হাতির সমান ওজন হয়, তাহলে সেগুলো মাথার উপর ভাসে কীভাবে? খুব সহজে। কারণ, মেঘ অনেকটা জায়গায় ছড়িয়ে থাকে।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com