শিরোনাম
ডিজিটাল ওয়ার্ল্ডে ‘ক্লাস টিউন’
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৬:৩৮
ডিজিটাল ওয়ার্ল্ডে ‘ক্লাস টিউন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশর স্কুলগুলোর ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে আরো তরান্বিত করতে ক্লাস টিউনের বিশেষ ভুমিকা রয়েছে। ক্লাস টিউন অ্যাপের ফলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আলাদা তিনটি প্যানেলের মাধ্যমে একে অপরের সাথে খুব সহজেই প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন।


সেই লক্ষে এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণ করেছে- লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সফট্ওয়্যার ‘ক্লাস টিউন’।


এখনো দেশের অধিকাংশ স্কুলে রেজিস্টার খাতায় উপস্থিতি থেকে শুরু করে শিক্ষার্থীদেরকে খাতায় বাসার কাজ বা ক্লাস লেকচার লিখে নিয়ে যেতে হচ্ছে। এতে তাদের সময় এবং শ্রম দুটোই নষ্ট হয়। অতিরিক্ত সময় ব্যয়ের পরিবর্তে কিভাবে পড়ার সময়টাকে আরো বাড়িয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশকে তরান্বিত করা যায়, সেই চিন্তা থেকেই ‘ক্লাস টিউন’ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সফট্ওয়্যারটি তৈরি করা হয়েছে।


বর্তমানে ঢাকা এবং ঢাকার বাইরে ১০টি স্কুল ক্লাস টিউন ব্যবহার করছে। ইতিমধ্যে থাইল্যান্ড, ইউকে, জার্মানি ও মধ্যপ্রাচ্যের বাজার যাচাই ও পরিবেশক নিয়োগের কাজ চলছে। সম্প্রতি বিশ্বের মোট ৫টি দেশে ডিস্ট্রিবিউটর নিয়োগও দিয়েছেন তারা।


বাংলাদেশে যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা খুব বেশি প্রয়োজন না হলে কম্পিউটার ব্যবহার করেন না। আর তাই এই বিষয়টিকে প্রাধান্য দিয়েই মূলত ক্লাস টিউনকে অ্যান্ড্রয়েডের অ্যাপসহ তৈরি করা হয়েছ। অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ থেকে এটি ব্যবহার করা সম্ভব। কিন্তু সেই সাথে খুব সহজেই শিক্ষক যেন ক্লাস উপস্থিতি তার স্মার্টফোন থেকে নিয়ে নিতে পারেন সেটাকেই প্রাধান্য দেয়া হয় ক্লাসটিউন তৈরির সময়।


যেকোনো অ্যান্ড্রয়েড এবং আইফোনের অ্যাপস্টোরে গিয়ে খুব সহজেই সফট্ওয়্যারটি ডাউনলোড করে যাবে। সফট্ওয়্যারটি ডাউনলোড করতে যেতে হবে https://play.google.com/store/apps/details?id=com.classtune.app&hl=en এই লিংকে।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com