শিরোনাম
অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ‘ই-কমার্স’
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১২:৫৭
অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ‘ই-কমার্স’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ই-কমার্সের জোয়ার শুধুমাত্র শহরে এবং নিকটবর্তী শহরে দেখা যায়। এখন সময় এসেছে গ্রামে ই-কমার্স ছড়িয়ে দেয়ার। গ্রামাঞ্চলে পণ্যের ডেলিভারি ও অবকাঠামোগত উন্নয়নে এখনই পদক্ষেপ নেয়ার সময়। না হলে সম্ভাবনাময় এ খাতে বাংলাদেশকে পিছিয়ে থাকতে হবে বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা।


তারা বলেন, ই-কমার্সকে জনপ্রিয় করতে সচেতনতা, বিশ্বাসযোগ্যতা, অবকাঠামোগত উন্নয়ন এবং নীতি নির্ধারণের বিষয়গুলোকে সবার প্রথমেই বিবেচনায় আনতে হবে। তাহলে এই খাত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এর জন্য প্রধান কাজে হচ্ছে ই-কমার্সকে সারাদেশে সমানভাবে ছড়িয়ে দেয়া।


রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থবারের মতো তথ্যপ্রযুক্তি নিয়ে দেশের সবচেয়ে বড় উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডে ‘কীভাবে ই-কমার্সকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়া যায়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্ল্যাহ আল মামুন ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াজেদ তমাল, ভাইস প্রেসিডেন্ট রেজওয়ানুল হক জামী, মডারেটর আব্দুল ওয়াহেদ তমাল, ডিপার্টমেন্ট অব কো অপারেটিভের মহাপরিচালক মফিজুল ইসলাম ও জোই মেনডিচ –সিইও ফেইস মার্কেট, ইউকে।


গ্রামাঞ্চলে ই-কমার্সকে জনপ্রিয় করতে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রনালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি ই-কমার্স উইংস করার আহ্বান জানান ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com