শিরোনাম
‘জিটেক্স টেকনোলজি উইকে’ বাংলাদেশের রিভ সিস্টেমস
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১২:৩৩
‘জিটেক্স টেকনোলজি উইকে’ বাংলাদেশের রিভ সিস্টেমস
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অ-অ+

দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন ‘জিটেক্স টেকনোলজি উইক’। ১৫০টি দেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি জিটেক্সের ৩৬তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের রিভ সিস্টেমস।


ইতিমধ্যে বাংলাদেশী এই প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের কনসোল জেনারেল এস বদিউজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর ড. একেএম রফিক আহাম্মেদ ও ইপিবি কর্তৃপক্ষসহ দেশী-বিদেশী প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা।


টেকনোলজি উইকে রিভ সিস্টেমস প্রদর্শন করছে রিটেইল আইপি টেলিফোনি সফটসুইচ প্ল্যাটফর্ম ‘আইটেল সুইচ লাইট’ ও ব্যবসায়িক যোগাযোগে নিজস্ব নিরাপদ অ্যাপ্লিকেশন প্রযুক্তিসহ সর্বাধুনিক প্যারেন্টাল কন্ট্রোলসমৃদ্ধ ‘রিভ অ্যান্টিভাইরাস’ এবং ওয়েবসাইট থেকেই সরাসরি ভিজিটরের সাথে যোগাযোগের মাধ্যম ‘রিভ চ্যাট’।


জিটেক্স টেকনোলোজি উইকে প্রদর্শিত পণ্য ও সেবা সম্পর্কে রিভ সিস্টেমসের হেড অফ সেলস রায়হান হোসেন জানান, ‘রিভ সিস্টেমস উদ্ভাবিত আইটেল সুইচে রয়েছে সম্পূর্ণ বিজনেস ওরিয়েন্টেড ড্যাশবোর্ড, ফ্লেক্সিবল রেট প্ল্যান ম্যানেজমেন্ট, মোবাইল রেসপন্সিভ বিলিং ও ডায়ালার ওয়াইজ পারফরমেন্স রিপর্টিং। ন্যূনতম হার্ডওয়ার কন্সাম্পশনে কার্যক্রম পরিচালনায় সক্ষম বলে আইপি টেলিফোনি সার্ভিস প্রোভাইডারদের জন্য আইটেল সুইচ লাইট আদর্শ সমাধান’।


এছাড়া ব্যবসায়িক যোগাযোগ সহজ ও নিরাপদ করতে রিভ সিস্টেমসের কারিগরি সহযোগিতায় নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি ও প্রচলন করা যাবে। এতে কেবলমাত্র ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে অডিও-ভিডিও কলিংয়ের পাশাপাশি গ্রুপ কল, ডিরেক্টরি, মেসেজ ব্রডকাস্টিং, ফাইল ও লোকেশন শেয়ারিংয়ের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।


প্রসঙ্গত, রিভ সিস্টেমস উল্লিখিত পণ্য ও সেবাগুলো ডিজিটাল ওয়ার্ল্ডেও প্রদর্শন করছে।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com