শিরোনাম
ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে যা থাকছে
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ০৯:৩০
ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে যা থাকছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ বৃহস্পতিবার। চলছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিন। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিন দিনের এই আয়োজনের দ্বিতীয় দিনে তিনটি হলে ভেঞ্চার ক্যাপিটাল, ই-কমার্স, ডিজিটাল প্লাটফর্ম ও প্রযুক্তি ব্যবসাবিষয়ক মোট আটটি সেশন/সেমিনার অনুষ্ঠিত হবে। পরিকল্পনা অনুযায়ী সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে।


জেনে নিন ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনের সেমিনারসমূহের শিরোনাম, সময়, ভেন্যু ও বক্তাগণের নাম:


সকাল দশটায় ১নং হল (গুলনকশা): ‘ভেঞ্চার ক্যাপিটাল ফর স্টার্ট-আপ’ শীর্ষক এই সেমিনার বক্তা হিসবে থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই পরিচালক ও বেসিসের সাবেক সভাপতি শামীম আহসানসহ অন্যান্য বিশেষজ্ঞরা।


সকাল সাড়ে দশটায় ১নং সেমিনার হল (গ্রাউন্ডফ্লোর): ‘লিভিং নো ওয়ান বিহাইন্ড’ শীর্ষক এই সেমিনার বক্তা হিসবে থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এম নুরুজ্জামানসহ আরও অনেকে।


সকাল সাড়ে দশটায় ২নং সেমিনার হল (ফার্স্ট ফ্লোর): ‘ইমপ্রুভিং বিজনেস ইফিসিয়েন্সি দো আইসিট’ শীর্ষক এই সেমিনার বক্তা হিসবে থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।


বেলা আড়াইটায় ১নং সেমিনার হল (গ্রাউন্ডফ্লোর): ‘ডিজিটাল বাংলাদেশ-পার্সপেকটিভ স্মার্ট ঢাকা’ শীর্ষক এই সেমিনার বক্তা হিসবে থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, ঢাকা দক্ষিণ ও উত্তরের মেয়র; সাঈদ খোকন ও আনিসুল হক।


বেলা আড়াইটায় ২নং সেমিনার হল (ফার্স্ট ফ্লোর): ‘বিল্ডিং এ স্মার্ট স্টার্টআপ ইকো সিস্টেম-কানেক্টিং স্টার্টআপ’ শীর্ষক এই প্যানেল ডিসকাশনে বক্তা হিসবে থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস স্টার্টআপ স্ট্যান্ডিং কমিটির সামিরা জাহান হিমিকা, টেলিনর হেলথের সিইও সাজিদ রহমানসহ দেশী-বিদেশী আরও অনেক বক্তা।


বিকেল ৩টায় ১নং হল (গুলনকশা): ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ শীর্ষক সেমিনার বক্তা হিসবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রযুক্তিবিদ ও সাহিত্যিক ড. জাফর ইকবালসহ আরও অনেকে।


বিকেল সাড়ে পাঁচটায় ১নং হল (গ্রাউন্ডফ্লোর): ‘ইনক্লুসিভ ফাইন্যান্স দো টেকনোলজিস’ শীর্ষক প্যানেল ডিসকাসনে বক্তা হিসবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, এটুআই’র পলিসি এডভাইসার আনির চৌধুরী, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির।


বিকেল সাড়ে পাঁচটায় ২ নম্বর হলে: ‘ইন্ড্রাস্ট্রি-একাডেমী ডায়ালগ ফর ডিজিটাল গ্রোথ’ শীর্ষক এই সেমিনার বক্তা হিসবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) চেয়ারম্যান এম এ মান্নান, বেসিসের সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারসহ আরও অনেকে।


‘নন স্টপ বাংলাদেশ’ স্লোগানে নিয়ে আয়োজিত এই উৎসবের মূল আয়োজনে রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস), প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম(এটুআই)-সহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংগঠন ও সংস্থা।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com