শিরোনাম
দক্ষিণ এশিয়া স্যাটেলাইটে অংশ নিল বাংলাদেশ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৭:৫১
দক্ষিণ এশিয়া স্যাটেলাইটে অংশ নিল বাংলাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত সার্ক স্যাটেলাইটে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ।


বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সভাকক্ষে দু’দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষর করা হয়।


‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্টস অব রিপাবলিক অব ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ কনসার্নিং টু অরবিট ফ্রিকোয়েন্সি কো-অর্ডিনেশন অব সাউথ এশিয়া স্যাটেলাইট প্রোপোজড অ্যাট ফোর্টি এইট ডিগ্রি ইস্ট’ শিরোনামের চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং ভারতের পক্ষে সেদেশের হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উড়বে মহাকাশের ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। আর সার্ক স্যাটেলাইটের জন্যে প্রস্তাব ৪৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। অনেকেই বলেছেন দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের সঙ্গে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের কারিগরি সমস্যা হতে পারে। তবে বিষয়টি এখন পরিস্কার যে দুটোর মধ্যে কোনো কারিগরি বা অন্য কোনো বিষয়ে ইন্টার‍্যাপ্ট করবে না।’


বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ এর ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্য পাচ্ছে বাংলাদেশ এবং তা যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের সমস্ত ব্যয়ভার বহন করছে ভারত সরকার। এই বছরই তা উৎক্ষেপণ হচ্ছে।’


তিনি বলেন, ‘বাংলাদেশের পরিকল্পনা অনুসারে ২০১৭ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হবে। ইতোমধ্যে স্যাটেলাইটটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।’


হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘এটি উৎক্ষেপণে ৪০ কোটি ডলার খরচ হবে। এ স্যাটেলাইট প্রায় প্রস্তুত রয়েছে, খুব শিগগিরই উৎক্ষেপণ সম্ভব হবে। সার্কভুক্ত যে দেশগুলো ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ এর সাথে যুক্ত হবে, তাদের মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব হবে।’


তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট যখন মহাকাশে স্থাপন করা হবে তখন তার অবস্থান হবে আফগানিস্তানের কোনো এক অঞ্চলের আকাশে। অন্যদিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর অবস্থান হবে ইন্দোনেশিয়ার আকাশে। দুটি স্যাটেলাইটের মধ্যে দূরুত্ব বিস্তর থাকায় কোনো ধরনের তথ্যগত বা কারিগরি কোনো সমস্যা হবে না।’


তিনিআরও বলেন, ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন, টেলি-মেডিসিন ও ইন্টার-গভর্নমেন্ট নেটওয়ার্ক, দুর্যোগ অবস্থায় জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট এবং ডিটিএইচ টেলিভিশন সার্ভিস সুবিধা নিতে পারবে।’


হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘ভারতের উদ্যোগে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ ইতোমধ্যে সম্মতি দিয়েছে।’


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এ যুগান্তকারী চুক্তির ফলে সার্ক অঞ্চল স্যাটেলাইটের মতো হাইটেক সহযোগিতায় যুক্ত হলাম। শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলের অন্যান্য দেশও যুক্ত হয়েছে। এ পাশাপাশি অন্যান্য অঞ্চলে বার্তা যাবে যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই।’


অনুষ্ঠানে দেশের বাইরে থাকা ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের একটি অডিও বার্তার মোধ্যমে চুক্তি স্বাক্ষরকারীদের অভিনন্দন জানানো হয়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com