শিরোনাম
সিলেটে বিডিজবস চাকরি মেলায় চাকরি পাচ্ছে ৫শ’ প্রার্থী
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৩:১০
সিলেটে বিডিজবস চাকরি মেলায় চাকরি পাচ্ছে ৫শ’ প্রার্থী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাকরি প্রত্যাশীদের জন্য প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় পরিসরে চাকরি মেলা আয়োজন করেছে চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম। সিলেটে অনুষ্ঠেয় এই মেলায় ৫০০-এর বেশি প্রার্থীর চাকরির সুযোগ দেয়া হবে।


বুধবার সিলেট শহরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এই মেলার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার ও বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।


মোট ৩০টি প্রতিষ্ঠান ৫০০ এর বেশি পদের জন্য চাকরির অফার নিয়ে অংশ নিচ্ছে এই মেলায়।


দুইদিনব্যাপী এই মেলায় প্রথম দিন কোম্পানিগুলো সিভি গ্রহণ করেছে। প্রায় ১৫ হাজার চাকরি প্রার্থী বুধবার রেজিস্ট্রেশন করে তাদের সিভি জমা দিয়েছে। এদের মধ্যে থেকে কোম্পানিগুলো গতকালই প্রায় দুই হাজার প্রার্থী বাছাই করেছে। আজ বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ চলছে। এটি চলবে সন্ধ্যা পর্যন্ত।



উল্লেখ্য, বিডিজবস এবছর ঢাকার বাইরে সিলেট ছাড়াও অন্যান্য বড় বিভাগীয় শহরে (চট্টগ্রাম, খুলনা, রাজশাহী) একই ধরণের চাকরি মেলার আয়োজন করবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com