অ্যান্ড্রয়েড ১৫-এর ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করা হয়েছে। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন সংযোজন-বিয়োজন ও উন্নতির বিষয়টিও স্পষ্ট হয়েছে এই প্রিভিউতে। জনপ্রিয় অনেক মোবাইল অপারেটর সিস্টেমেও এই প্রিভিউ পরীক্ষা-নিরীক্ষার আওতায় চলে গেছে। অর্থাৎ নতুন অ্যান্ড্রয়েডের দেখা মিলবে শীঘ্রই। কিন্তু কি আছে নতুন সংস্করণে?
চলুন জেনে নেওয়া যাক কি আছে নতুন এ সংস্করণে...
পারফর্ম্যান্স অপ্টিমাইজেশন
নতুন সংস্করণ আরও স্মুথ হবে বলে জানা গেছে। অ্যান্ড্রয়েড ১৫ ডায়নামিক পারফর্ম্যান্স ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে ডিজাইন করা। ফলে সিপিইউ/জিপিইউ ওয়ার্কলোড আরও উন্নত হবে। শুধু তাই নয়, থার্মাল এফিসিয়েন্সিতেও মনোযোগ দেওয়া হয়েছে অনেক। ডেভেলপাররা এখন মোবাইল ডিভাইসের পারফর্ম্যান্সের দিকে মনোযোগ দিতে পারবেন। কোর ফ্রিকোয়েন্সির দিকে তাদের এত ভাবতে হচ্ছে না আর।
স্বাস্থ্য-সচেতনদের নতুন বার্তা
নতুন সংস্করণে হেলথ কানেক্টে আরও বড় উন্নতি এসেছে। স্বাস্থ্য ও ফিটনেস ডাটা অ্যাপগুলোর ক্ষেত্রে আপডেট এসেছে। এভাবে স্বাস্থ্য-সচেতনরা আরও নিখুঁত ডাটা পাবেন।
ক্রিপ্টোগ্রাফিক নিরাপত্তা
নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে ফাইল ইন্টিগ্রিটি ম্যানেজারে নতুন এপিআই যুক্ত হয়েছে। ফলে অ্যাপ ফাইলের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
ক্যামেরা টুল আরও উন্নত
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ক্যামেরাই সব। অ্যান্ড্রয়েড ১৫ ক্যামেরা পারফর্ম্যান্সের দিকেই মনোযোগী হয়েছে বলে মনে হচ্ছে। ইন-অ্যাপ ক্যামেরা কন্ট্রোলের সঙ্গে পাওয়ারের সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে। বিশেষত ভার্চুয়াল মিডি ২.অ ডিভাইস সাপোর্ট ক্যামেরার বড় উন্নতি।
প্রাইভেসি স্যান্ডবক্সের আপডেট
অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে প্রাইভেসি স্যান্ডবক্সে কিছুটা উন্নতি এসেছে। মূলত বিজ্ঞাপনের উদ্দেশ্যে ডাটা সংগ্রহ নিয়ন্ত্রণের দিকেও খানিকটা জোর দেওয়া হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]