শিরোনাম
অনুদান বেড়েছে আইসিটিখাতের গবেষণায়
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১১:১৩
অনুদান বেড়েছে আইসিটিখাতের গবেষণায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনুদান বাড়ানো হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে (আইসিটি) গবেষণার জন্য ফেলোশিপ এবং উদ্ভাবনীমূলক কাজে। এখন থেকে এ কাজের জন্য অনুদান দেয়া হবে ৩০ হাজার টাকা। আগে নির্দিষ্ট কোনো পরিমাণ ছিল না।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গবেষণার জন্য ফেলোশিপ এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান প্রদান সম্পর্কিত (সংশোধিত) নীতিমালা-২০১৬’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে গবেষণার জন্য ফেলোশিপ এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান প্রদান সম্পর্কিত (সংশোধন) নীতিমালা-২০১৬ এর খসড়ার কিছু পরিবর্তন আনা হয়েছে।’


মোহাম্মদ শফিউল আলম আরও বলেন, ‘এই নীতিমালার ৫ নম্বর অনুচ্ছেদের বলা আছে বিদেশে অধ্যয়নের জন্য মাস্টার কোর্সে মাসিক ৩০ হাজার টাকা সমপরিমাণের ইউএস ডলার দেয়া হবে। আগে এটা নির্দিষ্ট পরিমাণ ছিল না।’


এ রকম অনেকগুলো আর্থিক বিষয়ে পরিবর্তন আনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ সচিব।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com