শিরোনাম
রাজধানীতে আড়াই কোটি টাকা মূল্যের ওয়াকিটকি সেট জব্দ
প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১১:২১
রাজধানীতে আড়াই কোটি টাকা মূল্যের ওয়াকিটকি সেট জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনুমোদনহীন ও অবৈধভাবে আমাদানি করা ওয়াকিটকি (বেতারযন্ত্র) বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।


র‌্যাব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যৌথ অভিযানে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ও ফকিরাপুলের কসমিক টাওয়ার থেকে ১৬৪৬টি ওয়াকিটকি (বেতারযন্ত্র) ও বিভিন্ন সেট-আপ বক্স জব্দ করা হয়। এই অভিযানে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।


এসব যন্ত্রপাতি বিক্রির দায়ে ৭ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা এবং ৩ জনকে ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


এছাড়া অবৈধভাবে স্যাটেলাইট পে চ্যানেল ডাউন লিংকের জন্য ব্যবহার করা ডিটিএইচ, স্কাই টাটা ও সান ডিরেক্ট, সেট টপ বক্স বিক্রির অপারাধে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com