শিরোনাম
ডিজিটাল ওয়ার্ল্ডের ব্যয় ৯ কোটি ৮৮ লাখ টাকা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:৪১
ডিজিটাল ওয়ার্ল্ডের ব্যয় ৯ কোটি ৮৮ লাখ টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল সকালে শুরু হচ্ছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড’। চতুর্থবারের মতো আয়োজিত এই উৎসবকে বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৮৮ লাখ টাকা।


রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর পাঁচটি মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই উৎসব। ধারণা করা হচ্ছে, তিন দিনের এই আয়োজনে ৫ লাখ দর্শনার্থীর সমাগম হবে। তাই বিগত বছরের তুলনায় এ বছর বেশি টাকা বরাদ্দ করা হয়েছে।


২০১৫ সালের এই আয়োজনকে বাস্তবায়ন করতে সরকারের ৯ কোটি ৫৪ লাখ টাকা খরচ হয়েছিল। এর আগে ২০১৪ সালে ডিজিটাল ওয়ার্ল্ডে খরচ হয়েছিল ৭ কোটি ২২ লাখ টাকা।


২০১২ সালে প্রথমবারের মধ্যে ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন করে সরকার। ২০১৩ সালে এই উৎসব না হলেও পরের দুই বছর তথ্যপ্রযুক্তির এই মেলা হয়েছে।


এ বিষয়ে তথ্য ও যোগাযাগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। ২০১২ সালে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তির এই ইভেন্টের যাত্রা শুরু হয়। এরপর ২০১৩ সালে করা হয়নি। ২০১৪ সালে এটিকে আন্তর্জাতিক রূপ দেয়া হয়। এরপর ২০১৫ সালেও সফলভাবে আয়োজনের পর এবার আরো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে।


প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিনের এই উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ উৎসব চলবে।


বিবার্তা/উজ্জ্বল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com