শিরোনাম
পুরনো ডেস্কটপের বিনিময়ে নতুন ল্যাপটপ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৪:৫৪
পুরনো ডেস্কটপের বিনিময়ে নতুন ল্যাপটপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে প্রথমবারের মতো পুরনো ডেস্কটপ কম্পিউটারের বিনিময়ে নতুন ল্যাপটপ কম্পিউটার পাওয়ার সুবিধা নিয়ে এলো প্রযুক্তিপণ্য পরিবেশক ও সেবাদাতা প্রতিষ্ঠান সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।


ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটারের অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে দাম নির্ধারণ করে নতুন ল্যাপটপের দামের সাথে সমন্বয় করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


প্রতিষ্ঠানটি বলছে, পুরাতন ডেস্কটপটি অবশ্যই সচল থাকতে হবে এবং ক্রয়ের পূর্বে মূল্য নির্ধারণে সিস্টেমআই এটি নিরীক্ষা করে দেখবে। গ্রাহক তাদের ইচ্ছেমত নতুন ল্যাপটপ বেছে নিতে পারবেন এবং প্রতিটি ল্যাপটপের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকবে।


এই অফারের ব্যাপারে সিস্টেমআইয়ের বিক্রয় ব্যবস্থাপক রাজিব আহমেদ বলেছেন, ‘এর আগে পুরনো ল্যাপটপ এক্সচেঞ্জ অফারে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং গ্রাহকদের অনুরোধেই এবার পুরনো ডেস্কটপ পিসি দিয়ে নতুন ল্যাপটপ বদলের অফারটি চালু করা হয়েছে’।


কর্মকর্তারা জানান, ডেস্কটপ কম্পিউটারের সম্ভাব্য মূল্য জানতে পুরাতন ডেস্কটপ পিসির ছবি তুলে, প্রসেসর, মাদারবোর্ড, হার্ডডিস্ক ও রামের বিস্তারিত লিখে ইমেইল করলে প্রাথমিকভাবে মূল্যয়ন জানানো হবে। অদল বদল সম্পন্ন করেতে পুরাতন ডেস্কটপ পিসির ক্রয় রশিদ আনতে হবে। যদি ক্রয় রশিদ না থাকে তবে অবশ্যই ন্যাশনাল আইডির ফটোকপি ও ১টি ছবি প্রদান করতে হবে।


আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই সুযোগ দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে বিস্তারিত জানতে www.systemeye.net এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com