শিরোনাম
ইয়াং বাংলার ৫০ জনের মাইক্রোসফটে কাজের সুযোগ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১১:১২
ইয়াং বাংলার ৫০ জনের মাইক্রোসফটে কাজের সুযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এখন থেকে প্রতি মাসে ইয়াং বাংলার ৫০ জন মাইক্রোসফটে ভলান্টিয়ার ইন্টার্ন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ পাবেন। পুরো সময় গ্লোবাল টেকনোলোজি মার্কেট আর কিছু বিশেষায়িত অ্যাপ্লিকেশনের কাজ শেখার সুযোগ পাবেন তারা।


সোমবার রাজধানীর গুলশানে মাইক্রোসফট বাংলাদেশের অফিসে অনুষ্ঠিত হয়েছে মাইক্রোসফট- ইয়াং বাংলা’র ইন্টার্ন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রোগ্রামের প্রথম ব্যাচের পরিচিতি অনুষ্ঠান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের এমডি, সোনিয়া বশির কবির এবং ৫০ জন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।


সোনিয়া বশির বলেন, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে মাইক্রোসফট ও ইয়াং বাংলার এই উদ্যোগ অব্যাহত থাকবে।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com