শিরোনাম
কৃত্রিম বুদ্ধিমত্তায় হাতেখড়ি কর্মশালা শনিবার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ২২:০৯
কৃত্রিম বুদ্ধিমত্তায় হাতেখড়ি কর্মশালা শনিবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও উদ্যোক্তা যারা আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে চান তাদের নিয়ে একটা কর্মশালা অনুষ্ঠিত হবে।


আগামী ২২ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা।


কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়ে এখন বাংলাদেশেও অনেক কাজ হচ্ছে। আর বিশ্বজুড়ে এআই, ডিপ লার্নিংয়ের কাজের ব্যাপ্তিও বাড়ছে। এই কর্মশালার উদ্দেশ্য হচ্ছে, আগামীতে যারা এই ফিল্ডে কাজ করতে চায় তাদেরকে শুরু করার রাস্তাটা দেখিয়ে দেয়া।


তিন ঘণ্টার একটা ইন্টারেকটিভ সেশনের মাধ্যমে কাজটা করা হবে। কর্মশালা পরিচালনা করবেন আমেরিকার রচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসান হক। এহসান হক তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের জন্য সম্প্রতি এমআইটির ‘৩৫ এর নিচে ৩’ তালিকায় স্থান করে নিয়েছেন।


কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের একটা ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী বুধবার পর্যন্ত। আবেদন ফরম পূরণ করতে যেতে হবে https://goo.gl/forms/FngHWrwQf84meCjI3 এই ঠিকানায়।


আসন সংখ্যার চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হলে আগ্রহপত্র থেকে নির্দিষ্ট সংখ্যককে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের অংশগ্রহণের ফি বাবদ ২০০ টাকা বিকাশ করে পাঠাতে হবে। নির্বাচন তালিকা প্রকাশের সময় পদ্ধতি জানানো হবে।


অংশগ্রহণের জন্য বিস্তারিত জানতে যেতে হবে এই: http://www.bdosn.org লিংকে।


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com