শিরোনাম
ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্সে আসছে সউদি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১৬:৫০
ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্সে আসছে সউদি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরব একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে আগামী বুধবার ঢাকায় অনুষ্ঠেয় ডিজিটালওয়ার্ল্ড কনফারেন্সে যোগ দেবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেদেশের তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী ফারিস আল-ওতাইবি।


সউদি তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ আল-সুওয়াইয়েল গত বৃহস্পতিবার সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহর সঙ্গে বৈঠককালে এ কথা জানান। এ সময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে আইটি খাতের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।


মন্ত্রী জানান, বাংলাদেশ ও সউদি আরবের মধ্যে আইটি খাতে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক চূডান্ত হয়ে আছে। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে এটি স্বাক্ষরিত হবে। সউদি মন্ত্রী পরিষদের চূডান্ত সম্মতি পাওয়া গেলে উপমন্ত্রী ঢাকা থাকাকালেই এটি সই করতে পারেন।


বৈঠকশেষে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ আরব নিউজকে বলেন, সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে আইটি ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে, বিশেষ করে প্রবাসীকল্যাণ, টেলিমেডিসিন, অভিবাসন ও শ্রমিক নিয়োগের ক্ষেত্রে।


রাষ্ট্রদূত গত বছর বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সউদি আরব সফরের কথা স্মরণ করেন। ওই সফরের মধ্য দিয়ে এই বর্ধিষ্ণু খাতে দুদেশের সহযোগিতার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। সূত্র : আরব নিউজ


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com