শিরোনাম
যা থাকছে দ. এশিয়ার বৃহত্তম প্রযুক্তি উৎসবে
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১২:১৯
যা থাকছে দ. এশিয়ার বৃহত্তম প্রযুক্তি উৎসবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ১৯-২১ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পাঁচটি মিলনায়তনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড।  

 

মূলত এখানে দেখানো হবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কি কি কার্যক্রম করা হচ্ছে। দেশী ও বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষক-গবেষকরাও অংশ নেবেন এই উৎসবে। অংশগ্রহণকারীরা যার যার সাফল্য, প্রযুক্তি খাতে ভূমিকা এবং অভিজ্ঞতা একে অপরের সঙ্গে আদান-প্রদানের সুযোগ পাবেন।  

 

এবারের আয়োজনে সরকারের ৪০টি মন্ত্রণালয় ও দফতরের পাশাপাশি শীর্ষস্থানীয় বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠান তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরবে। এছাড়া মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশীবক্তাসহ দুই শতাধিক বক্তা ১৮টি সেশনে অংশ নেবেন।  

 

তিন দিনব্যাপী এই তথ্যপ্রযুক্তি উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিনে থাকছে ৮টি দেশের মন্ত্রীদের অংশগ্রহণে মিনিস্ট্রিয়াল কনফারেন্স।

 

ডিজিটাল ওয়ার্ল্ডের সফটওয়্যার শোকেসিং ছাড়াও ই-গভর্ন্যান্স, মোবাইল ইনোভেশন অ্যান্ড গেমিং, ই-কমার্স নিয়ে তিনটি স্বতন্ত্র মেলা অনুষ্ঠিত হবে। উদ্যোক্তাদের জন্য থাকবে স্টার্টআপ জোন।

 

ই-গর্ভন্যান্স, ই-হেলথ, ই-এডুকেশন, ই-কমার্স, এম-কমার্স, অ্যাকসেস টু ফিন্যান্স, উইমেন ইন আইটি, মোবাইল অ্যাপস ও গেমস, সোশ্যাল মিডিয়া, সাইবার সিকিউরিটি, এক্সপোর্ট মার্কেট গ্রোথ, লোকাল মার্কেটসহ তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার।

 

অনুষ্ঠিত হবে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার বিষয়ক সম্মেলন। থাকবে ডেভেলপার সম্মেলন, ডেভেলপমেন্ট পার্টনারস কনফারেন্স, তথ্যপ্রযুক্তি এডুকেশন সম্মেলন। 

 

তিন দিনব্যাপী এই আয়োজন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। এটি সবার জন্য উম্মুক্ত।  শুক্রবার পর্দা নামবে এই প্রযুক্তি উৎসবের।

 

‘নন স্টপ বাংলাদেশ’ স্লোগানে শুরু হতে যাওয়া এই উৎসবের মূল আয়োজনে রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস), প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামসহ (এটুআই) বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংগঠন ও সংস্থা।

 

ডিজিটাল ওয়ার্ল্ডের বিভিন্ন সেমিনার এবং সম্মেলনের স্থান ও সময়সূচিসহ পুরো আয়োজনের সব তথ্য পাওয়া যাবে এই  http://www.digitalworld.org.bd/home  ঠিকানায়। 

 

আয়োজনকে ঘিরে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ নামের একটি অ্যাপও উন্মোচন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগে। অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে: https://play.google.com/store/apps/details?id=com.ezzetech.digitalworld2016 এই ঠিকানায়।

 

অ্যাপটিতে বিশেষ ফিচার হিসেবে দেয়া আছে ইভেন্ট ভেন্যু, উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের তালিকা, তিনদিনের অনুষ্ঠান কর্মসূচি, বক্তাদের তালিকাসহ প্রয়োজনীয় সব কিছু।

 

বিবার্তা/উজ্জ্বল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com