শিরোনাম
তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের অংশগ্রহণ বেড়েছে : তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৭:১৮
তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের অংশগ্রহণ বেড়েছে : তথ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের প্রায় ৬৫ শতাংশ জনগোষ্ঠির বয়স ৩৫ বছরের নিচে। এই বিশাল তরুণ জনগোষ্ঠি উদ্ভাবক এবং উদ্যাক্তা হিসেবে তথ্যপ্রযুক্তি খাতে নিজেদের অংশগ্রহণ বৃদ্ধি করেছে।


রবিবার দুপুরে সচিবালয়ে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ উপলক্ষে অায়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সফটওয়্যার ডেভলপমেন্ট, অ্যাপস ডেভলপমেন্ট, ফ্রিল্যান্সিং, বিপিওসহ তথ্যপ্রযুক্তির অনেক খাতেই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত অাছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পরামর্শ ও নির্দেশনায় সাড়ে সাত বছরে অাইটি খাতের অায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।


তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও অগযাত্রা দেশ-বিদেশে তুলে ধরতে অাগামী ১৯ থেকে ২১ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬' অনুষ্ঠিত হবে। ৪০টি মন্ত্রণালয় ও দপ্তরের পাশাপাশি শীর্ষস্থানীয় বেসরকারি তথ্যপ্রযুক্তির শতাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে।


সম্মেলনে ছয়টি দেশের অাটজন মন্ত্রী অংশ নেবেন জানিয়ে তিনি বলেন, মাইক্রোসফট, ফেসবুক, বিশ্বব্যাংকসহ খ্যাতিমান প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশী বক্তা উপস্থিত থাকবেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত অাটটা পর্যন্ত এই অায়োজন চলবে। প্রবেশ ফি-বিহীন এ অায়োজনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ অাহমদে পলক, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বেসিসের সভাপতি মোস্তফা জাব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com