শিরোনাম
মেয়েদের প্রোগ্রার্মিং ট্রেনিং ক্যাম্প শুরু বৃহস্পতিবার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৫
মেয়েদের প্রোগ্রার্মিং ট্রেনিং ক্যাম্প শুরু বৃহস্পতিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে ‘গ্রেস হপার গার্লস প্রোগ্রামিং ট্রের্নিং ক্যাম্প’ নামের প্রোগ্রার্মিং ক্যাম্পের আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।


মিসিং ডটার কার্যক্রমের আওতায় আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইম্যান ক্যাম্পাসে শুরু হবে তিন দিনব্যাপী এই আয়োজন। শেষ হবে শনিবার।


আয়োজক সূত্র জানায়, গত বছর থেকে ‘হ্যাশট্যাগ মিসিং ডটার’ নামে বিজ্ঞান ও প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত একাধিক কর্মশালা, ক্যারিয়ার ক্যাম্পের মাধ্যমে মেয়েদের প্রযুক্তিতে আগ্রহী করার উদ্যোগ চলছে। তবে চট্টগ্রামের এই আয়োজনে অংশ নিতে ইতোমধ্যেই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।


আগ্রহীদের ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে তাদেরকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য যেতে হবে :


https://goo.gl/forms/rPYnREPpsgb7iWkq2 এই ঠিকানায়। আর নিবন্ধন করার জন্য মেয়েদের ১০০ টাকা বিকাশ করে হবে।


মাধ্যমিক এবং বিশ্ববদ্যিালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত মেয়েরাই এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।


বিস্তারিত জানা যাবে :https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdWAkLf6paKTzdR-N19pUoA4F-wgbZJ7kugqjYcGrLiNauS1Q/viewform?c=0&w=1 এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com