শিরোনাম
বইমেলায় অ্যাপে বিনামূল্যে ‘ঘুণপোকা’উপন্যাস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৮
বইমেলায় অ্যাপে বিনামূল্যে ‘ঘুণপোকা’উপন্যাস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘সেইবই’ অ্যাপে বিনামূল্যে পাওয়া যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘ঘুণপোকা’ উপন্যাসটি। বইটি যেকোনো অ্যান্ড্রয়েড ও আইফোনে ‘সেইবই’ অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।


বাংলা ভাষা ও সাহিত্যের ভাণ্ডার ‘সেইবই’ (Sheiboi) অ্যাপটি বাংলা সাহিত্যকে প্রযুক্তিনির্ভর করতে নানা পরিকল্পনা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।


তবে ‘সেইবই’ অ্যাপের বইগুলো পড়ার জন্য পাঠককে ‘সেইবই’ অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড, আইওএস স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারকারীরা অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে পারবেন।


এই অ্যাপ থেকে একজন পাঠক তার ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, এমক্যাশ, ইউক্যাশ, রকেট, মাইক্যাশসহ যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে বই কিনতে পারবেন।


মেলায় বইপ্রেমীদের জন্য ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অফারটি শেষ হচ্ছে আগামীকাল সোমবার।


অ্যাপটি মোবাইলে ইনস্টল করতে আগ্রহীকে যেতে হবে : অ্যান্ড্রয়েড : https://play.google.com/store/apps/details?id=raven.reader এবং আইফোন : https://itunes.apple.com/us/app/sheiboi/id976937372?mt=8 এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com