শিরোনাম
হোটেল বুকিংয়ের মোবাইল অ্যাপ জোভাগো
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৪
হোটেল বুকিংয়ের মোবাইল অ্যাপ জোভাগো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভ্রমণপিপাসুদের জন্য স্মার্টফোনে হোটেল বুকিংয়ের সুবিধা নিয়ে এলো অনলাইন হোটেল বুকিং প্লাটফর্ম জোভাগো। স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই জোভাগোর অ্যাপ থেকে হোটেল বুকিং দিতে পারবেন।


চমৎকার ইন্টারফেসের এই অ্যাপটি চালু করে ব্যবহারকারী কোথায় হোটেল বুকিং নিতে চান সেই তথ্য দিলেই সে অনুযায়ী প্রয়োজনীয় হোটেলের তালিকা ও মূল্য দেখা যাবে। হোটেল রুমের উচ্চ রেজুলেশনের ছবিও দেখা যাবে অ্যাপটির সাহায্যে। ফলে ব্যবহারকারীরা আগে থেকে ধারণা নিতে পারবেন রুমটি সম্পর্কে। এরপর সেখান থেকে বুকিং অপশনে ক্লিক করেই বুকিং করা করা যাবে পছন্দ অনুযায়ী রুম।



অ্যাপটি থেকে চাইলে সরাসরি জোভাগো’র অফিসে ফোন করা যাবে। এছাড়া অ্যাপটিতে রয়েছে নোটিফিকেশন সুবিধা।


বিদেশী পর্যটকদের জন্য অ্যাপটিতে রয়েছে কারেন্সি সুবিধা। চাইলে হোটেল বুকিংয়ের কত খরচ হবে তা প্রয়োজন অনুযায়ী কারেন্সি’তে দেখে নেয়া যাবে। অ্যাপটির মেন্যুতে ‘বেস্ট প্রাইস’ অপশনে গিয়ে দেখে নেয়া যাবে কিভাবে অ্যাপটি ব্যবহার করে সাশ্রয়ী খরচে হোটেল বুকিং করা যাবে।


অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা https://goo.gl/BnwIdG এবং আইফোন ব্যবহারকারীরা https://goo.gl/6SgH7O ঠিকানা থেকে বিনা মূল্যে ডাউনলোড করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com