শিরোনাম
এসএসডি-টেকের নতুন সিইও হাসান মেহেদী
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৬, ১২:২৪
এসএসডি-টেকের নতুন সিইও হাসান মেহেদী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেম সল্যুশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিসের (এসএসডি-টেক) প্রধান নির্বাহী হিসেবে আগামী ১ সেপ্টেম্বর যোগ দিচ্ছেন স্যামসাং বাংলাদেশের সাবেক হেড অফ মোবাইল হাসান মেহেদী।


এফএমসিজি, মোবাইল ফোন অপারেটর এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স খাতে বিজনেস ডেভেলপমেন্ট ও ট্রান্সফরমেশন লিডারশিপে হাসান মেহেদীর ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ এ ক্যারিয়ারে তিনি কাজ করেছেন নেসলে বাংলাদেশ, রবি আজিয়াটা এবং স্যামসাং বাংলাদেশের মতো নামকরা প্রতিষ্ঠানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেছেন।


প্রসঙ্গত, দেশের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান সিস্টেম সল্যুশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিসের বাজার মূল্য ৫২৫ কোটি টাকা বা ৬৫ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ইনভেস্টমেন্টের এক মূল্য নির্ধারণী পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। মাইন্ড ইনিশিয়েটিভ এই মূল্য নির্ধারণ কার্যক্রমে উপদেষ্টা হিসেবে কাজ করেছে।


এসএসডি-টেকের কর্পোরেট কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক সেমিনারে প্রতিষ্ঠানটির সভাপতি ও চেয়ারম্যান মাহবুবুল মতিনের কাছে মূল্য নির্ধারণী পর্যালোচনার প্রতিবেদনটি তুলে দেন লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার কায়েস হাসান।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com