শিরোনাম
পুলিশের নতুন অ্যাপ উদ্বোধন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৪:০৪
পুলিশের নতুন অ্যাপ উদ্বোধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুলিশকে যেকোনো ধরনের তথ্য দিতে BD Police Help Line নামে নতুন একটি মোবাইল অ্যাপসের উদ্বোধন করেছে বাংলাদেশ পুলিশ। গুগল প্লে স্টোরে অ্যাপসটি পাওয়া যাবে।


বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে পুলিশের মহাপরির্দশক (আইজিপি) এ কে এম শহীদুল হক অ্যাপসটি উদ্বোধন করেন।


পুলিশ প্রধান বলেন, এই অ্যাপসের মাধ্যমে যেকোনো তথ্য সরাসরি থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানাতে পারবেন। তথ্য প্রদানকারী কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত যেকোনো ছবি, ভিডিও ও অডিও পাঠাতে পারবেন।


তিনি বলেন, অ্যাপসটির উল্লেখযোগ্য দিক হলো এটি জনগণ ও পুলিশের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করবে। প্রয়োজনে পুলিশ তথ্য প্রদানকারী বা সেবা প্রত্যাশী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবে। একই সঙ্গে তথ্য প্রদানকারী তার বার্তার ওপর গৃহীত ব্যবস্থা দেখতে পারবেন।


ব্যবহারকারী খুব দ্রুত ও সহজে তাদের সমস্যা ও তথ্য পুলিশকে জানাতে পারবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে বলেও জানান তিনি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com