
ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সেবাদাতা ৭২৯ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এসব প্রতিষ্ঠানকে সব ধরণের কার্যক্রম হতে বিরত থাকতে বলা হয়েছে। এখন হতে এদের কোনো সেবা নেয়া এবং কোনো লেনদেন করা যাবে না।
রবিবার এই লাইসেন্স বাতিলের নোটিশ জারি করে সংস্থাটি।
ঘোষণায় বিটিআরসি বলছে, মেয়াদউত্তীর্ণ হয়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
দেশে ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপভিত্তিক যোগাযোগ বেড়ে যাওয়ায় ভিওআইপি কলের সংখ্যা ব্যাপকহারে কমে গেছে। সামনে এই ব্যবসায় তাই তেমন আর কোনো সম্ভাবনা দেখছেন না খাতটির ব্যবসায়ীরা।
বিবার্তা/গমেজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]