শিরোনাম
বিসিএস কম্পিউটার সিটিতে ‘বিজয়ে প্রযুক্তি মেলা’ মঙ্গলবার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৩৮
বিসিএস কম্পিউটার সিটিতে ‘বিজয়ে প্রযুক্তি মেলা’ মঙ্গলবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বিজয়ে প্রযুক্তি মেলা’। রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে পাঁচ দিন ধরে চলবে এই মেলা। মেলা উপলক্ষে ঘোষিত সকল অফার মিলবে অনলাইনেও।


মেলার উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান। এসময় তার সঙ্গে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


শনিবার (৪ ডিসেম্বের) আইডিইবি ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মেলার আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান।


সংবাদ সম্মেলনে বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এএল মজাহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) জানিয়েছেন, এইবার মেলায় থাকবে না কোনো এন্ট্রি টিকেট এবং ফেসবুকে রেজিস্টেশন করলেই মিলবে উপহার। প্রত্যেক ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই থাকছে একটি করে লাকি কুপন।


মেলা উপক্ষ্যে উপহারের পাশাপাশি বিশেষ ছাড়ও থাকবে এবং স্বস্থ্যঝুঁকি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কম্পিউটার সিটির মিডিয়া কনভেনার মো. জাহেদ আলী ভূঁইয়া।


মার্কেট পরিচালনা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও পৃষ্ঠপোষক আসুস, টগি, টেন্ডা ও গিগাবাইটের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com