শিরোনাম
মুঠোফোনে বাংলায় খুদে বার্তা হচ্ছে বাধ্যতামূলক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৬:২৮
মুঠোফোনে বাংলায় খুদে বার্তা হচ্ছে বাধ্যতামূলক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০২২ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি থেকে মুঠোফোনে বাংলায় খুদে বার্তা (এসএমএস) পাঠানোকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।


এরইমধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরগুলোকে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নির্দেশনার একটি কপি শেয়ার করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি থেকে মোবাইল অপারেটরগুলো তাদের সব তথ্য বাংলায় দেবে।’


ওই চিঠিতে জানানো হয়েছে, বিটিআরসির ২৫৫তম কমিশন বৈঠকে মোবাইল গ্রাহকদের বাংলায় খুদে বার্তা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতে করে সর্বস্তরের গ্রাহকদের কাছে মোবাইল ফোন অপারেটরের পাঠানো তথ্য সহজে বোধগম্য হবে। তবে অপারেটরগুলোর কারিগরি দিক বাস্তবায়নের জন্য ২০ ফেব্রুয়ারি (২০২২) পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং ২১ তারিখ থেকে এটা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।



গত ১২ অক্টোবর বিটিআরসি থেকে দেশের মোবাইল ফোন অপারেটগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com