শিরোনাম
প্রথম রোবট সাংবাদিক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ০০:৩৭
প্রথম রোবট সাংবাদিক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার রোবট সাংবাদিক। সম্প্রতি এমনই এক রোবট-কে কাজে বসিয়েছে চীনা এক দৈনিক। যে ১ সেকেন্ডে ৩০০ অক্ষর অর্থাৎ প্রায় ১৫০ শব্দ লিখতে পারে।


চীনের গুয়াংঝু প্রদেশের এক দৈনিকে জিয়াও নান-এর নামে একটি খবর প্রকাশিত হয়েছে। এই জিয়াও নান হল চীনের প্রথম রোবট সাংবাদিক। যে ১ সেকেন্ডে প্রায় ১৫০ শব্দের ওই খবরটি লিখেছে।


এই রোবটটি তৈরি করেছেন চীনের পেকিং ইউনিভার্সিটির অধ্যাপক ওয়ান জিয়াওজুন। তিনি জানিয়েছেন, ছোট প্রবন্ধ থেকে বড় রিপোর্ট – সব জায়গাতেই সমান সাবলীল এই রোবট।


এমনকী, সাংবাদিকদের মতোই ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করার ক্ষমতা রয়েছে এই রোবটের। বরং সুক্ষ্ম ডাটা স্মরণ করে রাখা ও তা দ্রুত সময়ে পর্যালোচনার ক্ষমতাও রয়েছে এই জিয়াও নান-এর।


অধ্যাপক জিয়াওজুন আরো বলেন, সাহায্যকারী হাত হিসেবে কাজ করলেও সাংবাদিকদের পরিবর্তে রোবটকে পুরোপুরি কোনো দিনই ব্যবহার করা যাবে না। মুখোমুখি সাক্ষাৎকারে অক্ষম এই রোবট।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com