শিরোনাম
আলিবাবার প্রতিষ্ঠাতা বাংলাদেশে আসতে চান : পলক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১০:৪৮
আলিবাবার প্রতিষ্ঠাতা বাংলাদেশে আসতে চান  : পলক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনলাইনভিত্তিক বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠান আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা মি. জ্যাক মা বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছেন বলে ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


মঙ্গলবার দিবাগত রাতে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলন হতে লাইভে এ কথা জানান তিনি।


লাইভে পলক বলেন, আমি মি. জ্যাক মার সাথে কথা বলেছি। বাংলাদেশ সম্পর্কে তার অনেক আগ্রহ রয়েছে। তিনি বাংলাদেশে আসতে চান। আমরা খুবই উৎসাহিত ও অনুপ্রাণিত।


ওই লাইভে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে সবাই কেমন আছেন তা জানতে চান মি. জ্যাক মা। বাংলাদেশের ইয়ং লিডারের সাথে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। চীনে ফিরে গিয়ে বাংলাদেশের সাথে ব্যবসায় সম্পর্ক করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com