শিরোনাম
বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৩:২২
বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের অনলাইনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ দেবে ইশিখনডটকম। প্রশিক্ষণটির মেয়াদ হবে তিন থেকে পাঁচ মাস। এখানে তরুণ ছাড়াও চাকরিজীবীদের জন্য শেখার সুযোগ রয়েছে।


সারাদেশ থেকে মোট এক হাজার জনকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, এফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, ইউটিউব থেকে আয়, ব্লগ থেকে আয়সহ ইন্টারনেট থেকে আয়ের ওপর ৩০টি কোর্সের যে কোনটিতে বিনামুল্যে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। প্রশিক্ষণের পর কিভাবে অনলাইনে কাজ করতে হবে সে সম্পর্কেও শেখাবে ইশিখন।


কোর্সে অংশ নিতে আবেদনকারীকে কম্পিউটার বেসিক, বাংলা, ইংরেজি মিলে সর্বমোট ৬০ নম্বরের একটি অনলাইন এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় যারা ৪০ এর ওপরে মার্ক পাবেন, কেবল তারাই কোর্স করার আবেদন করতে পারবেন। ‌


৪০ এর ওপর মার্ক পাওয়া প্রথম এক হাজার পরীক্ষার্থীকে সাড়ে তিনশো টাকা আবেদন ফি’সহ আবেদন ফরম পূরণ করলে আবেদনকারীকে ইমেইলে ক্লাসে অংশ নেয়ার পদ্ধতি (ভিডিওসহ), ব্যাচ নং, সময়, তারিখ, প্রয়োজনীয় সফটওয়্যার ও ডাটা পাঠিয়ে দেবে প্রতিষ্ঠানটি।


আবেদনের করা যাবে ২৪ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৮ অক্টোবর। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানা যাবে এই http://eshikhon.com/free-course/ ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com