শিরোনাম
চিংড়ি ও শামুকের খোল থেকে প্রাণীজ খাদ্য আবিষ্কার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৪
চিংড়ি ও শামুকের খোল থেকে প্রাণীজ খাদ্য আবিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্থল চিংড়ি ও সামুদ্রিক শামুকের খোল থেকে নতুন প্রাণীজ খাদ্য আবিষ্কার করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে ১১ বছর বয়সী স্কুলছাত্রী মালয়েশিয়ার মরিয়ম মুজামির।


কানাডার টরন্টোতে সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় (আইসিএএন) অংশ নিয়েছিলো সে। তার উদ্ভাবিত এ প্রাণীজ খাদ্যের নাম দেয়া হয়েছে ইয়াম ২.০।


এটি উদ্ভাবন করে ৭০টিরও বেশি দেশ থেকে অংশ নেয়া ৬০০ জনকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে সে। অংশগ্রহণকারীদের মধ্যে মরিয়মই ছিলো সর্বকনিষ্ঠ।


মরিয়ম শুধু স্বর্ণপদকই নয়, কানাডার বিশেষ পুরস্কারের পাশাপাশি ২০২১ সালের সেরা ইয়াং ইভেন্টের পুরস্কারও পেয়েছে।


এতো অল্প বয়সে ক্রাস্টেসিয়ান সেল থেকে প্রাণিসম্পদ আবিষ্কারের বিষয়টি মার্কিন টক শো 'দ্য লেট শো উইথ জেমস কর্ডেন'-এ তুলে ধরা হয়েছে। পাশাপাশি কর্ডেন তার প্রশংসাও করেছেন।


মালয়েশিয়ার কুয়ান্তান, পাহাংয়ের এসকে (পি) মেথডিস্টের শিক্ষার্থী মরিয়ম। ইয়াম ২.০ আবিষ্কারের জন্য ইতোমধ্যে স্থানীয়ভাবে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে। মরিয়ম এ অর্জনের জন্য বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে।


বিবার্তা/জুয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com