শিরোনাম
গিগাবাইটের ৭তম প্রজন্মের জেন মাদারবোর্ড
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ১১:৫৬
গিগাবাইটের ৭তম প্রজন্মের জেন মাদারবোর্ড
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গিগাবাইটের ৭তম প্রজন্মের জেন মাদারবোর্ড বাজারে নিয়ে এলো প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটারস লিমিটেড। মাদারবোর্ডটির মডেল হলো গিএ-জেট২৭০ওএক্স ইউএলটিআরএ গেমিং।


৭ম প্রজন্মের এই মদারবোর্ডে এলজিএ১১৫১ সকেট রয়েছে। ফলে ৭ম ও ৬ষ্ঠ প্রজন্মের যে কোন প্রসেসর এতে সাপোর্ট করবে। এই মদারবোর্ডের ইনটেল জেট২৭০ চিপসেট ব্যবহৃত হয়েছে। ফলে এটি ওভারক্লকিং সাপোর্ট করে।


এতে রয়েছে ৪টি র‌্যাম স্লট যাতে মোট সর্বোচ্চ ৬৪ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম সাপোর্ট করবে। সর্বোচ্চ ৩৮৬৬ মেগাহার্জ বাস স্পিড সাপোর্ট করবে।


এতে ৩ ওয়ে এএমডি ক্রসফায়ারএক্স এবং ২ ওয়ে এনভিডিয়া এসএলআই টেকনলোজি সাপোর্ট করে। ফলে একাধিক গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যাবে।


স্টোরেজ ডিভাইসের জন্য এসএটিএ পোর্টের পাশাপাশি থাকছে এম দশমিক পোর্ট। এতে এসএসডি এবং ইনটেল অপটেনে স্টোরেজ ডিভাইস সাপোর্ট করবে। চলতি বছরের শেষের দিকে ইনটেল অপটেনে প্রযুক্তি বাজারে আসবে যা হবে এসএসডি এর চাইতেও দ্রুত গতি সম্পন্ন।


উল্লেখ্য, রায়ান্স থেকে গিগাবাইটের ৭তম প্রজন্মের জেন মাদারবোর্ড কিনলে সাথে উপহার হিসেবে পাচ্ছেন হুডি জ্যাকেট।


তিন বছরের ওয়ারেন্টিসহ দাম পড়বে ১৫ হাজার ৫০০ টাকা।


বিস্তারিত জানা যাবে : https://www.facebook.com/ryanscomputers/ এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com