শিরোনাম
‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ অ্যাপ চালু
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১২:৩৫
‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ অ্যাপ চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডিজিটাল কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন-২০১৬’। আয়োজনকে ঘিরে তথ্যপ্রযুক্তি বিভাগ সম্প্রতি একটি মোবাইল অ্যাপ্লিকেশন উন্মোচন করেছে।


অ্যাপটির মাধ্যমে যে কেউ তার ফেসবুকের প্রোফাইল ছবি বদল করতে পারবেন। পরিবর্তিত ছবিতে হ্যাশট্যাগ দিয়ে নন স্টপ বাংলাদেশ লেখা দেয়া থাকবে। ফেসবুকের প্রোফাইল ছবি বদল করতে যেতে হবে https://app.digitalworld.org.bd/ এই লিংকে। লিংকটিতে ক্লিক করলে ডান পাশে একটা অপশন আসবে ‘প্রোফাইল ছবি পরিবর্তন করুন’। এখানে ক্লিক করলেই বদলে যাবে ছবির গেটআপ।


এছাড়াও আয়োজনকে ঘিরে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ নামের একটি অ্যাপও উন্মোচন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে: https://play.google.com/store/apps/details?id=com.ezzetech.digitalworld2016 এই ঠিকানায়।


অ্যাপটিতে বিশেষ ফিচার হিসেবে দেয়া রয়েছে ইভেন্ট ভেন্যু, উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের তালিকা, তিনদিনের অনুষ্ঠান কর্মসূচি, বক্তাদের তালিকাসহ প্রয়োজনীয় সব কিছু।


সম্মেলনকে ঘিরে এরই মধ্যে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে এর মূল আয়োজক তথ্যপ্রযুক্তি বিভাগ এবং সহযোগী আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম(এটুআই) সহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংগঠন ও সংস্থা।


আয়োজনের পূর্ব প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে বেসিসের স্টুডেন্ট ফোরাম রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে অ্যাক্টিভেশন কার্যক্রম ও প্রচার চালাচ্ছে। ‘ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন সম্পর্কে জানতে যেতে হবেhttp://www.digitalworld.org.bd/ ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com