শিরোনাম
ডিজিটাল শিক্ষায় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে চীন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৬:৫১
ডিজিটাল শিক্ষায় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে চীন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের শিক্ষার ডিজিটাল রূপান্তরের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা দেবে চীন। শনিবার বেসিস কার্যালয়ে বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সাথে চায়না সাউথ পাবলিশিং ও মিডিয়া গ্রুপের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানান।


চায়না সাউথ পাবলিশিং ও মিডিয়া গ্রুপের এই প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা জেমস শু এবং লরা ট্যাঙ্গ। তারা প্রতিষ্ঠানটি কিভাবে বই, পত্রিকা থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট তৈরিতে ভূমিকা রাখছেন এসব তথ্য তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষাকে ডিজিটাল করার জন্য কারিগরি ও আর্থিক সহায়তা দেবার আগ্রহ প্রকাশ করেন তারা।


বেসিস সভাপতি তাদেরকে জানান, দেশের চার কোটি শিক্ষার্থীর পক্ষ থেকে চীনের এই আগ্রহকে বেসিস স্বাগত জানায়। বিশেষত ডিজিটাল ডিভাইস ও ডিজিটাল উপাত্ত উন্নয়নে চীন সহায়তা করলে বেসিস সদস্যরা ক্ষেত্রে সকল প্রকারের সহায়তা করবে বলেও উল্লেখ করেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com