শিরোনাম
এক চার্জে স্মার্টফোন চলবে ২৬ দিন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৭:২৮
এক চার্জে স্মার্টফোন চলবে ২৬ দিন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এলওয়াইএফ উইন্ড ৪ এস মডেলের শক্তিশালী ব্যাটারির একটি স্মার্টফোন বাজারে নিয়ে এলো ভারতের টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটাল। নতুন এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে চার হাজার মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।


ডিভাইসটিতে একবার সম্পূর্ণ চার্জ দিলে ৩৪ ঘণ্টা কথা বলা যাবে এবং স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে ৬৩৪ ঘণ্টা। অর্থাৎ একবার চার্জ দিলে ডিভাইসটি চালু থাকবে ২৬ দিন।


ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে যার রেজুলেশন ৭২০x১৮২০ পিক্সেল। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত ডিভঅইসটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে রিয়ারে অটোফোকাস ও এলইডি ফ্লাশগান রয়েছে।


এতে রয়েছে ১.৩ গিগাহার্জের কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১০ এমএসএম৮৯০৯ কোয়াডকোর প্রসেসর। ফোনটিতে অ্যাড্রিনো ৩০৪ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে।


ফোনটিতে রয়েছে ২ জিবি র‌্যাম ও বিল্টইন মেমোরি ১৬ জিবি। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটি ভারতের বাজার মূল্য রাখা হয়েছে ৭ হাজার ৬৯৯ রুপি। সূত্র: গেজেটস ও টেকপোস্ট


বিবার্তা/উজ্জ্বল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com