শিরোনাম
টেলিকম ই-বর্জ্য ব্যবস্থাপনার খসড়া নির্দেশিকা
প্রকাশ : ২১ জুন ২০২১, ১৯:১৬
টেলিকম ই-বর্জ্য ব্যবস্থাপনার খসড়া নির্দেশিকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ই-বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং যেন পরিবেশবান্ধব উপায়ে করা হয় তা নিশ্চিত করতে‘টেলিকম ই-বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং সিস্টেম সংক্রান্ত নির্দেশিকা’ প্রণয়ন করার কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


এরই ধারাবাহিকতায় পাঁচ ধরনের পণ্যকে ই-বর্জ্যের আওতায় নিয়ে করা হয়েছে খসড়া নির্দেশিকা। এই নির্দেশিকার বিষয়ে সাধারণ জনগণের মতামত চেয়েছে বিটিআরসি।


ওই খসড়া নির্দেশনায় বলা হয়েছে, ই-বর্জ্য ব্যবস্থাপনা করার আগে কমিশনের অনুমোদন নিতে হবে, জনবহুল বা লোকালয়ের আশপাশে ই-বর্জ্য ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারবে না।


খসড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, ইলেক্ট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সংগৃহীত টেলিকম যন্ত্রপাতি কোনোভাবেই রিফারবিশড যন্ত্রপাতি হিসেবে দেশে বাজারজাত করা যাবে না।


বিটিআরসি জানিয়েছে, খসড়া এই নির্দেশিকার বিষয়ে মতামত আগামী ২০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে। মতামত পাঠানো যাবে ই-মেইলের মাধ্যমে। বিটিআরসির সম্পূর্ণ নির্দেশনাটি পড়া যাবে এই ঠিকানায়


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com