শিরোনাম
গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৪:১০
গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ কোরিয়ান বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের ফ্লাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় অবশেষে বন্ধই করতে হলো নোট ৭ এর উৎপাদন।


সোমবার স্যামসাংয়ের ব্যাটারি সরবরাহকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়নহাপ।


দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি বিশ্বে একের পর এক স্যামসাংয়ের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের গ্যালাক্সি নোট ৭ এর নিরাপদ ভার্সন বাজারে ছাড়ে। কিন্তু এরপরেও ওই সেটের ব্যাটারিও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কোনো উপাই না দেখে গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।


চীনে গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণ ঘটনার পর সুনাম নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি। সম্প্রতি চীনসহ বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশে গ্যালাক্সি নোট ৭-এর ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকাসহ দশটি দেশ থেকে তুলে নেয়া হয়েছিল নোট ৭।


এর আগে গত মাসে স্যামসাং বিশ্বব্যাপী বিক্রিত গ্যালাক্সি নোট-৭ এর ২৫ লাখ ফোন বাজার থেকে সরিয়ে নেয়। এরপর প্রতিষ্ঠানটি নোট ৭ এর ‘সেইফ’ লোগো সম্বলিত ফোন বাজারে ছাড়ে। কিন্তু সেই ফোনটির ব্যাটারিও বিস্ফোরিত হয় ইন্ডিয়ায় ও আমেরিকায়। এসব কারণে প্রতিষ্ঠানটি নোট ৭ এর উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।সূত্র: এনডিটিভি ও সিএনবিসি


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com