শিরোনাম
ডিজিটাল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৩:৫৭
ডিজিটাল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারের ৪০টি মন্ত্রণালয়ের ডিজিটাল কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে আগামী ১৯-২১ অক্টোবর তিন দিনব্যাপী রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন-২০১৬’।


এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার বিষয়ক সম্মেলনের পাশাপাশি প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের নিয়ে থাকছে ডেভেলপার সম্মেলন। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে অ্যাক্টিভেশন ও প্রচারণা পর্ব।


‘নন স্টপ বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রবিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মিলনায়তনে দিনব্যাপী প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কার্যক্রমটির আয়োজন করেছে বাংলাদেশ এসোসিয়েশন অফ সফট্ওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) স্টুডেন্ট ফোরাম।


ডিজিটাল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাক্টিভেশনের প্রধান বক্তা বেসিস স্ট্যান্ডিং কমিটি অন ওয়েলফেয়ারের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক বলেন, তোমাদের মধ্যে অনেক প্রতিভা ও অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে।। সরকারও বিভন্ন প্রোগ্রামের মাধ্যমে তোমাদের এই প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার করে তোমরা যেন দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারো, এই প্রত্যাশাই করি।


তরুণ-তরুণীদের ডিজিটাল ওয়ার্ল্ডে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা সেলফি তুলতে নয়, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডে এসো। এখানে অনেক ভাল কিছু শিক্ষা দেয়া হবে। তোমরা অনেক আলোকিত হবে।


ডিজিটাল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যাক্টিভেশনের আহ্বায়ক রিয়াদ শাহির আহমেদ হোসেন বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডের মতো এমন বড় একটা আয়োজনে তোমরা অংশগ্রহণের সুযোগ পেতে যাচ্ছো, এটা তোমাদের জন্য অনেক বড় পাওয়া। এই প্রোগ্রাম তোমাদের গঠনমূলক শিক্ষা দেয়ার পাশাপাশি প্রযুক্তিতেও এগিয়ে যাওয়া সুযোগ থাকবে। ডিজিটাল বাংলাদেশে তোমাদের অনেক প্রয়োজন রয়েছে।


‘নন স্টপ বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী আয়োজনে তরুণ-তরুণীদের ডিজিটাল কার্যক্রম সম্পর্কে বিভিন্ন ধারণা তুলে ধরেন বেসিস স্টুডেন্ট ফোরামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেন্টর ড. রেজাউনুল হক।


এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে গেমিং, স্টার্চ আপ ইকোসিস্টেম, আউটসোর্সিং, ই- কমার্স এবং তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ নিয়ে থাকছে নানা আয়োজন। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার বিষয়ক সম্মেলনের পাশাপাশি প্রথমবারের মতো উন্নয়ন সহযোগিদের নিয়ে থাকবে ডেভেলপার সম্মেলনও। এ প্রদর্শনীতে তিন লাখ দর্শনার্থীর আগমন হবে বলেও আশা করা হচ্ছে।


বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com