শিরোনাম
৩০ কোটি ৫২ লাখ টাকায় ব্যান্ডউইথ রফতানি করছে বাংলাদেশ
প্রকাশ : ১২ মে ২০২১, ১৭:৪৮
৩০ কোটি ৫২ লাখ টাকায় ব্যান্ডউইথ রফতানি করছে বাংলাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের কাছে ৬ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইথ রফতানি করছে বাংলাদেশ। যার ‍মূল্য ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি ৩০ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকা। সঙ্গে থাকছে ১ লাখ ২৫ হাজার ডলার (১ কোটি ৫ লাখ ৯৯ হাজার) রক্ষণাবেক্ষণ চার্জ।


মঙ্গলবার (১১ মে) সৌদি টেলিকম কোম্পানির (এসটিসি) সঙ্গে রফতানি নিয়ে এক চুক্তি করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।


এই চুক্তি সম্পর্কে মন্ত্রী বলেন, এই চুক্তি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য মাহে রমজানের এক বড় উপহার স্বরুপ।


এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বরে একনেক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীজানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে ভুটান ও ভারতের ত্রিপুরা রাজ্য ব্যান্ডউইথ কেনার প্রস্তাব দিয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব ও নেপাল।


বাংলাদেশ হতে সৌদি আরব, ভারত, নেপাল, ভুটান ব্যান্ডউইথ কিনতে আগ্রহ প্রকাশ করায় বৈঠকে প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। ওই বৈঠকে দেশের তৃতীয় সাবমেরিন প্রকল্পে অনুমোদন দেয় সরকার।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com