শিরোনাম
শুরু হলো ভার্চুয়াল ঈদ উৎসব
প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ১৭:১৫
শুরু হলো ভার্চুয়াল ঈদ উৎসব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদ আসলেই শুরু হয়ে যায় কেনাকাটার ধুম। আর চলমান মহামারিতে কঠোর লকডাউনের কারণে মার্কেটে গিয়ে দোকান ঘুরে ঘুরে অনেকেই তার পছন্দের ড্রেসটা কিনতে পারছে না। অন্যদিকে, ই-কমার্স উদ্যোক্তরাও মহামারিতে তাদের পণ্যগুলো বিক্রি করতে পারছেন না।


পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের সকল ক্রেতা এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সদস্য এবং গ্রুপের সকল উদ্যোক্তাদের জন্য আজ মঙ্গলবার থেকে অনলাইনে শুরু হলো ‘অনলাইন ঈদ উৎসব’। অনলাইন এই কেনাকাটা উৎসব চলবে ঈদ পর্যন্ত।


ই-ক্যাব গ্রুপ মডারেশন কমিটির উদ্যোগে আয়োজিত অনলাইন এই কেনাকাটা উৎসবটি চলবে ই-ক্যাব-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে।


ভার্চুয়াল এই কেনাকাটার আয়োজন নিয়ে ই-ক্যাব গ্রুপ মডারেটর হোসনে আরা খান নওরীন জানান, মহামারি করোনার কারণে ই-ক্যাবের অনেক উদ্যোক্তার বিক্রি কমে গেছে। ফেসবুক প্লাটফর্মে ব্যক্তিগত উদ্যোগে যেখানে বিক্রি কম হয়, সেখানে একটা সংগঠনের অফিসিয়াল গ্রুপে ‘অনলাইন ঈদ উৎসব’ -এর মধ্যে বিক্রি আরো বাড়বে বলে আমার বিশ্বাস। ই-ক্যাবের সকল ই-কমার্স উদ্যোক্তাদের ভালর কথা চিন্তা করে ই-ক্যাব গ্রুপ মডারেশন কমিটির পক্ষ থেকে এই আয়োজন করেছি। আশা করছি সকলে রমজানের আগামী দিনগুলোতে ভাল বিক্রি করতে পারবেন। অন্যদিকে ক্রেতারাও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তাদের পছন্দের ড্রেসটা কিনতে পারবেন। সবার ঈদ ভাল মতো হবে।


আয়োজনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, আয়োজনটি ২০ এপ্রিল থেকে ঈদ পর্যন্ত চলবে। এ সময় ই-ক্যাবের অফিসিয়াল গ্রুপে ই-ক্যাব সদস্য এবং গ্রুপের সকল উদ্যোক্তাগণ সেল পোস্ট বা পণ্য-সেবার পরিচিতি পোস্ট দিতে পারবেন। তবে পোস্টগুলো অবশ্যই ই-ক্যাব এডমিন প্যানেল কতৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী হতে হবে। আর গ্রুপের সৌন্দর্য রক্ষায় পোস্টের কনটেন্ট পছন্দসই না হলে এডমিন প্যানেল তা রিমুভ করতে পারবে।


‘অনলাইন ঈদ উৎসব’ -এ অংশগ্রহণকারীকে খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো-


১। যেকোন রকম মেডিকেল ও সার্জিক্যাল পণ্যের এবং বাংলাদেশের আইনে পরিপন্থী সেল পোস্ট দেয়া যাবেনা।


২। পোস্টের কনটেন্ট আকৃষ্টজনক হতে হবে, দৃষ্টিকটু যেকোনো ছবি বা পোস্ট ডিক্লাইন করা হবে।


৩। ক্রেতা গণ পণ্যে বা পরিষেবা ক্রয়-বিক্রয়ের শর্তাবলী, পণ্যের বিস্তারিত বিবরণ, ডেলিভারি সময়, পেমেন্ট, রিটার্ন পলিসি স্পষ্টভাবে জেনে অর্ডার করবেন।


৪। পোস্টে প্রতিষ্ঠানের নাম এবং যিনি পোস্ট করেছেন তার ডেজিগনেশন ও কাস্টমার কেয়ারের হটলাইন নাম্বার উল্লেখ করতে হবে।


৫। পোস্টে প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজের লিংক থাকতে হবে।


৬। যেকোন রকম অর্থনৈতিক লেনদেন নিজ দায়িত্বে করতে হবে। অর্থনৈতিক কোন লেনদেনের জন্য ই-ক্যাব দায়ী থাকবে না।


৭। একই পোস্ট একবারের বেশি দেয়া যাবে না।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com