শিরোনাম
ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদযাপিত হবে বাংলা নববর্ষ
প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৮:০৯
ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদযাপিত হবে বাংলা নববর্ষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এবারও বাংলা নববর্ষ উদযাপনে ডিজিটাল মাধ্যমকে (ভার্চুয়াল প্ল্যাটফর্ম) বেছে নিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সোমবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির প্রতিকূল পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলা নববর্ষ উদযাপন করবে ছায়ানট।


আয়োজন প্রসঙ্গে বলা হয়, আমাদের বাংলা বর্ষবরণের প্রতীকী, সংক্ষেপ ও ডিজিটাল আয়োজনটি সাজানো হয়েছে মানুষের মঙ্গল কামনা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উজ্জীবনী গান, বাণী ও কথন দিয়ে। বাংলা নববর্ষের প্রথম ভোরে বাংলাদেশ টেলিভিশন এটি সম্প্রচার করবে বলেও জানায় ছায়ানট।


এর আগে গত ৭ এপ্রিল ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা অনলাইনের মাধ্যমে বাংলা নববর্ষ আয়োজনের জন্য নির্দেশ দেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত নির্দেশনায় সকলকেই ভার্চুয়ালি বর্ষবরণের আহ্বান জানানো হয়।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com