শিরোনাম
সাইবার জগতে নিরাপদ হোক নারীর পথচলা
প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ১৯:২৪
সাইবার জগতে নিরাপদ হোক নারীর পথচলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এ ইন্টারনেট জগতে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার নারী। সাইবার জগত নিরাপদ হলে প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।


সোমবার (৮মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে ‘সাইবার জগতে নিরাপদ হোক নারীর পথচলা’ ওয়েবিনারে এমনটাই মনে করেন বক্তারা।


অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর বলেন, প্রযুক্তি সেক্টরে ১৫ শতাংশ নারীর অংশগ্রহণ তা ঠিক। তবে প্রযুক্তি ক্ষেত্রে বর্তমানে যে জোয়ার আশা করি খুব দ্রুতই এ সেক্টরে নারীর অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি সাইবার জগতে নারীদের সচেতনতা গড়ে তুলতে আহ্বান জানান তিনি।


১০ থেকে ১৫ শতাংশ নারী প্রযুক্তি সেক্টরে, এটা বাংলাদেশে না পুরো বিশ্বে। আমরা যারা এ সেক্টরে কাজ করি তাদের উচিত নারীদের অংশগ্রহণ যাতে বাড়ে তা নিয়ে কাজ করার। সাইবার বুলিংয়ের শিকার এখন সবাই হচ্ছে। মেয়েরা একটু বেশিই হচ্ছে। তাও এখন কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই মনে করেন বিডাব্লিউআইটি’র সভাপতি লাফিফা জামাল।


মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা অনুষ্ঠানে বলেন, প্রযুক্তি বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে গেছে। প্রযুক্তি ব্যবহার করে দ্রুত মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আর এই প্রযুক্তিকে সাইবার নিরাপদ রাখতে পারলে টেকনোলজিতে সকলের পাশাপাশি নারীদের অংশগ্রহণ বাড়বে। তারা নিরাপদ মনে করলে প্রযুক্তি সেক্টরে তারা কাজ করবে।


যোগ্যতা দিয়ে নারীদের প্রমাণ করার সময় চলে এসেছে জানিয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম নিজের কর্মজীবনের শুরুর নানা বাধা অনুষ্ঠানে তুলে ধরেন।


নারীরা যে কোন ধরনের সাইবার বুলিংয়ের শিকার হলে সরকারি সহযোগিতা নেয়ার পরামর্শ দেন সংসদ সদস্য অপরাজিতা হক।


মনের বন্ধুর সাইকো সোশ্যাল কাউন্সিলর কাজী রুমানা হক অনুষ্ঠানে নারীরা কিভাবে সাইবার জগতে নিরাপদ থাকতে পারবে এবং কোন বিষয়গুলো মেনে চলতে হবে এ বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামিরা জুবেরী হিমিকা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com