শিরোনাম
কোস্ট গার্ডের সদর দফতরে বর্ণাঢ্য বিজ্ঞান প্রদর্শনী
প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ১৮:৩৩
কোস্ট গার্ডের সদর দফতরে বর্ণাঢ্য বিজ্ঞান প্রদর্শনী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দফতরে ৪-ডি মুভি বাস ও অবজারভেটরি বাসের মাধ্যমে বর্ণাঢ্য বিজ্ঞান প্রদর্শনী করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।


জাদুঘরের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় শনিবার প্রদর্শনীতে বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, কোস্ট গার্ডের সামরিক ও বেসামরিক কর্মচারিসহ, সর্বস্তরের নাবিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন ।


কর্মসূচীতে বিজ্ঞান জাদুঘরের ৫টি মুভি ও অবজারবেটরী বাস অংশগ্রহণ করে। কোস্ট গার্ডের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ সৌজন্যমূলক প্রদর্শনীর আয়োজন করে। এতে উভয় সংস্থার মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার দিগন্ত প্রসারিত হবে মর্মে বিজ্ঞান জাদুঘর কর্তৃপক্ষ মনে করে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com