শিরোনাম
প্রযুক্তি সেবা দিয়ে ‍উদ্যোক্তা জাতি হওয়ার অঙ্গীকার
প্রকাশ : ০৩ মার্চ ২০২১, ১৮:১৭
প্রযুক্তি সেবা দিয়ে ‍উদ্যোক্তা জাতি হওয়ার অঙ্গীকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যত্নসহকারে প্রযুক্তি সেবা দিয়ে বিশ্বে বাংলাদেশকে উদ্যোক্তা জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৩ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এস ম্যানেজার অনলাইন স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


ডিজিটাল অর্থনীতিতে উদ্যোক্তারা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে মন্তব্য করে জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, দেশে এখন ৫ হাজারের বেশি স্টার্টআপ তৈরি হয়েছে। তারা ৩০০ মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক বিনিয়োগ এনেছে। আর প্রথমবারের মতো স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ পাচ্ছে সেবা এক্সওয়াই জেড।


অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিন এফ জাবিন, সেবা প্লাটফর্ম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইলমুল হক সজীব।


জয়যাত্রা স্লোগানে ক্ষুদ্র উদ্যোক্তাদের শুরু হওয়া এস ম্যানেজার ফিচারটির বিস্তারিত তুলে ধরেন এস ম্যানেজারের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান তন্ময়। এসময় তিনি জানান,এই ফিচারের মাধ্যমে একজন ব্যবসায়ী নিজের ই-কমার্স ওয়েবসাইট খুলতে পারবেন মাত্র ১ মিনিটেই।


যশোর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন সেবা এক্সওয়াইজেড সহপ্রতিষ্ঠাতা আদনান ইমতিয়াজ হালিম। চলতি বছরেই ১০ লাখ উদ্যোক্তাকে ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে ডিজিটাল অর্থনীতির মূল ধারায় নিয়ে আসার প্রত্যয় জানান তিনি।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com