শিরোনাম
আরো দুই বছর আইসিটি বিভাগে থাকছেন এনএম জিয়াউল আলম
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ১৮:৩০
আরো দুই বছর আইসিটি বিভাগে থাকছেন এনএম জিয়াউল আলম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবসরে যেতে পরছেন না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব নিয়াজ মোহাম্মাদ জিয়াউল আলম। আগামী ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা থাকলেও চুক্তিভিত্তিক আরো দুই বছর দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে।


যোগ্যতা ও নেতৃত্বগুণাবলীকে আমলে নিয়ে বৃহস্পতিবার পিআরএল ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে এই সিনিয়র সচিবকে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে এ সংক্রান্ত সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।


সিভিল সার্ভিসের বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা এন এম জিয়াউল আলম । ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তিনি সিনিয়র সচিব হন।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com