শিরোনাম
ভিশন ২১ সফটওয়্যার পার্ক হবে রাজধানীতে
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৪:৪২
ভিশন ২১ সফটওয়্যার পার্ক হবে রাজধানীতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাদারীপুরে সফটওয়্যার এবং রাজধানীর কারওয়ান বাজারে ভিশন টুয়েন্টি ওয়ান সফটওয়্যার পার্ক তৈরি করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রকল্প দুটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


অনলাইন এই বৈঠকে ফোরআইআর এর চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত একটি জ্ঞাননির্ভর জাতি গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প দুটির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।


শেখ হাসিনা ইনিস্টিটিউট অব ফ্রন্টইয়ার টেকনোলজি প্রকল্পের মাধ্যমে মাদারীপুরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিশেষায়িত ইনিস্টিটিউট স্থাপন করা হবে। একবিংশ শতাব্দীর হাই-টেক ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী সকল প্রকার ভবিষ্যৎ প্রযুক্তির সমন্বয়ে ইনিস্টিটিউটটি গড়ে তোলা হবে।


অন্যদিকে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কারওয়ান বাজারে ভিশন-২০২১ নামীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে তোলা হবে। এছাড়াও ইনোভেশন ইকো সিস্টেম গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় ইনভেশান হাব, কমন ল্যাব ফ্যাসিলিটি, ইনোভেশন সংস্কৃতির জন্য প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হবে।এছাড়াও আরো ৩৯ টি জেলায় শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার স্থাপনে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।


বৈঠকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com