শিরোনাম
১০ হাজার টাকায় স্যামসাংয়ের ট্রিপল ক্যামেরার ফোন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৬:০৭
১০ হাজার টাকায় স্যামসাংয়ের ট্রিপল ক্যামেরার ফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের বাজারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে নতুন একটা ফোন লঞ্চ করেছে স্যামসাং।মডেল স্যামসাং গ্যালািক্স এমও২এস। মাত্র দশ হাজার টাকার এই ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা ১৫ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেবে।


ট্রিপল ক্যামেরা সেটআপে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এরসঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার এফ/২.২। ক্যামেরায় থাকছে আইএসও কন্ট্রোল, অটো ফ্লাশ, ডিজিটাল জুম, এইচডিআর।


ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ এসওসি। স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ এ। এতে থাকছে ৬.৫ ইঞ্চি স্ক্রিন। যার রেজোলিউশন ৭২০x১৫৬০ পিক্সেল। এইচডি + ওয়াটারড্রপ স্টাইল নচ টিএফটি এলসিডি ডিসপ্লে থাকছে। যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯।


ভারতে ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮ হাজার ৯৯৯ টাকা। আর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯ হাজার ৯৯৯ টাকা। কালো, নীল ও লাল রঙে পাওয়া যাবে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com